শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে: ডা. শাহাদাত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

আজ শনিবার মহানগর বিএনপির নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহাদাত হোসেন বলেন, ‘খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখ, দাঁত ও গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন। তার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। সত্যিকার অর্থে তাকে যদি সুস্থ করতে হয়, তাহলে এ দেশে সে ধরনের কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।’

এ বিএনপি নেতা বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী। তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এটা অমানবিক। আমরা আশা করবো, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘খালেদা জিয়াকে দীর্ঘ চার বছর কারাগারে বন্দী রাখার কারণে পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তিনি অনেক রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। এখন তার জীবন থেকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে।’

সকাল নয়টা থেকে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে গণঅনশন কর্মসূচি শুরু করেন।

বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি বিএনপি নেতাদের জুস পান করিয়ে অনশন ভাঙান।

গণঅনশন কর্মসূচিতে এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন বক্তব্য দেন।

আরও পড়ুন:

খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি না দিলে সরকার পতন আন্দোলন শুরু: ফখরুল

নির্বাচনে বিএনপি প্রার্থীকে ঠেকাতে বাদল ও মোছলেমকে টাকা দিয়েছিলেন মোরশেদ খান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর