শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বিএনপির আন্দোলনের খেলা শেষ: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০২ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপির আন্দোলনের খেলা শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‌‘গণঅভ্যুত্থান কিংবা গণজাগরণ, বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই, গণজোয়ার আসে না। বিএনপির সবই ভুয়া।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারো তদবির করে ব্যর্থ হচ্ছে বিএনপি। বিদেশিদের সঙ্গে লবিং করেও ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন। কিন্তু তারা বিএনপির সঙ্গে কোনো বৈঠক করেনি। কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছে আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে।’

বিএনপি গণতন্ত্রের বিষফোঁড়া মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নষ্ট রাজনীতির হোতা হচ্ছে বিএনপি। এদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিংবা জনগণ নিরাপদ নয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের কোনো উপায় নেই।’

আরও পড়ুন: আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র সম্মেলনে কোথায় কাকে দাওয়াত দিল আর না দিল, তার পরোয়া শেখ হাসিনা করেন না। আমার দেশে গণতন্ত্র ঠিক মতো চালাচ্ছেন কি না, আমার দেশে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে কি না, দেশের জনগণ গণতন্ত্রের কথা বলতে পারছে কি না, কথা বলার স্বাধীনতা আছে কি না, তারা হেসে খেলে শান্তিতে আছে কি না, সেটাই আমার গণতন্ত্র। কে আমন্ত্রণ করলো, কার কোথায় সম্মেলন সেটা নিয়ে আমাদের ভাবনা নেই।’

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাবে না। পালিয়ে যায় তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, পালিয়েছেন আপনারা, পালাবেনও আপনারা। পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেন নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই।’

সরকার ক্ষমতাকালীন সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১৪ বছরে বাংলাদেশে কতটা পরিবর্তন তা দৃশ্যমান। যেদিকে দেখা যায় উন্নয়ন আর উন্নয়ন। বিশ্ব সংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভর করে। তারা শেখ হাসিনার সরকারের উন্নয়নে খুশি, মন খারাপ শুধু বিএনপির।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সংসদ সদস্য সাদেক খান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর