শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

পদযাত্রায় মির্জা ফখরুল

আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১১ : অপরাহ্ণ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রাটি রাজধানীর মতিঝিলের গোপীবাগ থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রঘোষিত এই পদযাত্রাটি রাজধানীর মতিঝিলের গোপীবাগ থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।

মির্জা ফখরুল, ‘প্রধানমন্ত্রী বিদেশিদের বলেছেন-উনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। তার এ বক্তব্যে মানুষ হাসে। আমাদের পরিষ্কার কথা এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। দেশের অনেক ক্ষতি করেছেন। শুধুমাত্র নিজ পরিবার ও নেতাদের লুটের কারণে দেশ আজ ফোকলা হয়ে গেছে। দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি, আপনাদের উন্নয়ন হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন-বিএনপি আন্দোলন করতে পারে না। তাহলে কেনো পাহারা দেন? এখনও সময় আছে, দেওয়ালের লিখন পড়েন। সারা দেশের মানুষ নেমে পড়েছে। সময় থাকতে পদত্যাগ করুন, নতুবা রেহাই পাবেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়াকে গ্রেপ্তার করেছেন, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রেখেছেন। তাতে কি আন্দোলন বন্ধ করতে পেরেছেন? বিএনপি কি ভেঙে গেছে? বরং আরও শক্তিশালী হয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেড়েছে।’

রাষ্ট্রপতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘উনি নিজেও জানেন না উনি রাষ্ট্রপতি হচ্ছেন। তা তিনি আবার এক সাক্ষাৎকারেও বলেছেন। এ থেকে প্রমাণ হয় এ সংবিধানে দেশ চলবে না। সংবিধান পরিবর্তন করতে হবে। আমাদের উত্থাপিত ২৭ দফার আলোকে সংবিধান পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরীব হচ্ছে আর আওয়ামী নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে, কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, কোনোদিন নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।’

এর আগে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দুপুর ১টার পর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপীবাগে জড়ো হতে থাকেন। এ সময় খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। সেই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান।

পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফজলুল হক মিলন, রফিকুল আলম মজনু প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর