বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

এবার পররাষ্ট্রমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্র দুর্বলতার কথা জানালে ঠিক করে নেবো


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২৩ ৭:১৩ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রোববার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি করে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছিলেন।

কিন্তু একদিন পর তিনি বিদেশিদের বিষয়ে বললেন ভিন্ন কথা।

যুক্তরাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে কোনো দুর্বলতার কথা জানায়, তাহলে তা সংশোধন করে নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: বিদেশিদের মাতব্বরি করে পরামর্শ দেওয়ার দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো দেশের পক্ষ থেকে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আজ সোমবার তিনি এ কথা বলেন।

আবদুল মোমেন বলেন, ‘নিষেধাজ্ঞা আসতে পারে, আমরা এ ধরনের কিছু বিশ্বাস করি না।’

আরও পড়ুন: র‌্যাবের মতো আরও নিষেধাজ্ঞার আশঙ্কায় বাংলাদেশি দূতাবাসে সতর্কতা

উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের মধ্য-দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু।

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই তার ক্ষমতাচ্যুতির প্লট তৈরির জন্য মার্কিন প্রশাসনের পদস্থ কর্মকর্তা ডোনাল্ড লু’কে দায়ী করেন।

ডোনাল্ড লু’র ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই। না করার কোনো কারণ নেই, কারণ যুক্তরাষ্ট্র যে ধরণের মূল্যবোধে বিশ্বাস করে আমরা একই জিনিস বিশ্বাস করি। তারা গণতন্ত্র, মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করি। তবে আমাদের কোথাও গ্যাপ থাকতে পারে, সেটা যদি তারা বন্ধু মনে করে আমাদের বলে সেটা আমাদের জন্য লাভ, আমরা সংশোধন করে নেব। এমনটি আমরা করেছিও।’

আবদুল মোমেন বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটি বক্তব্য দিয়েছিল, আমরা দেখেছি কিছু দুর্বলতা আছে। আমরা সেটি আমলে নিয়েছি।’

আরও পড়ুন: বাংলাদেশ দূতকে ডেকে পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন ডোনাল্ড লু

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতে আসছেন কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এটি বরং খুবই সুখের বিষয়, আমরা খুবই খুশি যে তারা আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত ৫০ বছরে আমাদের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছেন। আগামী ৫০ বছরে আমরা আরও উন্নত অবস্থায় যেতে চাই, অতএব আমাদের জন্য এটি খুবই সুখের বিষয়।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর