বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

গভীর রাতে ঢাকায় নামছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২৩ ১০:৩৮ : অপরাহ্ণ
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং
Rajnitisangbad Facebook Page

মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যেই ঢাকা আসছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। আজ সোমবার মধ্যরাতে ঢাকায় প্রায় দু’ ঘণ্টার যাত্রা বিরতি করবেন তিনি।

বেইজিং থেকে আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যাত্রা বিরতি করবেন।

এখন পর্যন্ত যে শিডিউল রয়েছে তাতে (কুয়াশা না হলে) পৌনে ১টা নাগাদ নামবেন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ৩টার দিকে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

ঢাকায় যাত্রাবিরতির সময় কিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার রাত পৌনে ১১টার দিকে একটি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ঘণ্টাখানেকের জন্য যাত্রাবিরতি করবেন। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে।

গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। এরপর এটিই তার প্রথম বিদেশ সফর। এবারের সফরে তিনি আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবেন।

তার সফরটি সংক্ষিপ্ত এবং স্রেফ যাত্রা বিরতি হলেও এটার বহুমাত্রিক তাৎপর্য দেখছেন ঢাকার কর্মকর্তারা। তাদের মতে, বন্ধুত্বের বিশেষ বার্তা নিয়ে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর