শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আইজিপি মামুন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২৩ ৬:৩৩ : অপরাহ্ণ
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
Rajnitisangbad Facebook Page

মেয়াদ শেষে অবসরে না পাঠিয়ে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

আগামী ১১ জানুয়ারি আইজিপি মামুনের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

নতুন এ প্রজ্ঞাপনে আরও দেড় বছর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপির দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ফলে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় তিনিই থাকবেন আইজিপি।

বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (প্রশাসন), ঢাকা রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, সিআইডি প্রধানসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর