শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

সমাজসেবায় মমতা এখন ব্র্যান্ড হিসেবে পরিচিত: মেয়র


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৩ ১১:০৯ : অপরাহ্ণ
মমতা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা সমাজসেবায় এখন ‘ব্র্যান্ড’ হিসেবে সুপরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

আজ রোববার মমতা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর হালিশহরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মা ও শিশু স্বাস্থ্য সেবা, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশ নির্যাতন প্রতিরোধসহ আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বেসরকারী উন্নয়ন সংগঠন হিসেবে ব্র্যান্ড হিসেবে সুপরিচিতি পেয়েছে। মমতা’র বিভিন্ন কার্যক্রম সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। যার ফলে সংস্থাটি রেকর্ডসংখ্যক রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত হয়েছে। আমি আশা করি, মমতা এ ধারা অব্যহত রেখে কাজ করে যাবে।’

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক।

এম এ মালেক বলেন, ‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। কর্মের গুনেই একজন মানুষ প্রকৃত গুনান্বিত হয়ে থাকেন সেই কাজটি সঠিকভাবে করে যাচ্ছেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। তার নেতৃত্বে মমতা আজ দেশের মধ্যে সুপ্রতিষ্ঠিত সংস্থা হিসেবে সুপরিচিত পেয়েছে। যার ফলে মিলেছে একাধিক রাষ্ট্রীয় স্বীকৃতি। আশা করি, মমতা মানবকল্যানমুখী কাজ অব্যহত রেখে সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর কাজ চালিয়ে যাবে।’

মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম যোসেফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর মনজুর আলম মঞ্জু ও বাংলাদেশ সিমেন্ট আয়রন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আশফাক আহমেদ, নাসিমা আক্তার রুমী, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতা’র সার্বিক বিষয়ে উপস্থাপনা করেন পরিচালক তৌহিদ আহমেদ।

অনুষ্ঠানে মমতা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা ‘স্মরনিকা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর