মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০ | ৮ রমজান, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

কুড়িগ্রামে বন্যাদুর্গতদের পাশে হাসান মুরাদ বিপ্লব


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২২ ১২:৩২ : অপরাহ্ণ
কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিমের হাতে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব।
Rajnitisangbad Facebook Page

বন্যায় বিপর্যস্ত কুড়িগ্রামের মানুষ। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে গিয়ে বন্যাদুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন নগরীর ফিরিঙ্গী বাজারের ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

আজ রোববার কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিমের হাতে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম রুহুল আমিন।

হাসান মুরাদ বিপ্লব বলেন, কুড়িগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোকে কর্তব্য মনে করে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।

হাসান মুরাদ বিপ্লবের সঙ্গে ছিলেন নগর যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান, তানভীর আহমেদ রিংকু, জসিম উদ্দিন মিঠুন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. এনাম, আব্দুল মতিন, সামিউল হাসান রুমন, সাবেক ছাত্রনেতা শফিউল আলম জনি, সমাজসেবক মো. সোহেল, মো. সালাউদ্দিন, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সৌরভ, মো. রিয়াদ, রাফসান জানি সৈকত।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর