বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চমেক হোস্টেলে সংঘর্ষ: চকবাজার থানায় এবার ছাত্রলীগের অপর পক্ষের পাল্টা মামলা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২১ ৩:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) হোস্টেলে সংঘর্ষের ঘটনায় এবার নগরীর চকবাজার থানায় পাল্টা মামলা করেছে ছাত্রলীগের অপর পক্ষ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী ইমন শিকদার নামে এক ছাত্রলীগ কর্মী আজ বুধবার এ মামলা করেন। এ মামলায়ও ১৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত রোববার রাতে চকবাজার থানায় মাহমুদুল হাসান নামে এক ছাত্রলীগ কর্মী চমেকের হোস্টেলে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মাহমুদুল হাসান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এর দুই দিন পর এবার পাল্টা মামলা করলো নওফেলের অনুসারীরা।

এর আগে চমেক ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন তৌফিকুর রহমান নামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এক ছাত্রলীগ কর্মী। ওই মামলায়ও ১৬ ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছিল।

গেলো শুক্রবার রাতে ও শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চমেক ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এ নিয়ে তিনটি মামলা দায়ের হলো।

আজ বুধবার চকবাজার থানায় ইমন শিকদারের করা মামলার আসামিরা হলেন- ৩১ তম এমবিবিএসের শিক্ষার্থী আহসানুল কবির রুমন, জাহিদুল ইসলাম জিসান, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, মো. আনিস, ৬২তম এমবিবিএসের শিক্ষার্থী নাইমুল ইসলাম, ৩০তম বিডিএস শিক্ষার্থী ইফরাইন, ৬১তম এমবিবিএসের শিক্ষার্থী এইচ আর মাহফুজুর রহমান, ৬২তম এমবিবিএসের শিক্ষার্থী সাদ মো. গালিব, ৩১তম বিডিএসের শিক্ষার্থী মাহতাব উদ্দিন রাফি, ৫৯তম এমবিবিএসের শিক্ষার্থী আসেফ বিন তাকি রিফাত, ৬১তম এমবিবিএসের শিক্ষার্থী তৌহিদুল হাসান তন্ময়, ৬০তম এমবিবিএসের শিক্ষার্থী আহমেদ ফয়সাল, ২৯তম বিডিএসের শিক্ষার্থী পল্লব বিশ্বাস, ৫৯তম এমবিবিএসের শিক্ষার্থী মাহাদি বিন হাশিম, ৫৮তম এমবিবিএসের আল আমিন ইসলাম শিমুল এবং ৫৮তম এমবিবিএসের মিনহাজ আরমান লিখন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো ছোরা, কিরিচ, ক্রিকেট স্ট্যাম্প, হকিস্টিক, লোহার রড ও হাতুড়ি দিয়ে শিক্ষার্থী মঈনুল ইসলাম, মাহিন আহমেদ ও জুলকাফল মোহাম্মদ শোয়েবকে এলোপাতাড়ি মারধর করে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম রাজনীতি সংবাদকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের হোস্টেলে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে আজ একটি মামলা দায়ের হয়েছে। ইমন শিকদার নামে এক শিক্ষার্থী এ মামলা করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি।

আরও পড়ুন: চমেক: নাছির গ্রুপের কর্মীদের গা ঢাকা, নওফেল অনুসারীদের শোডাউন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর