শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

সিইসি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা: ফখরুল


প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২১ ৮:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয়, তিনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার কথা শুনলে মনে হয়, যেন তিনি সরকারের সব চাওয়া-পাওয়া, আদেশ-নিষেধ মানার জন্যেই বসে রয়েছেন।’

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের প্রতি দেশের মানুষের আস্থা উঠে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার তো নির্বাচনবিহীন সরকার। তাই তারা চায় না, এই দেশে সুষ্ঠু নির্বাচন হোক। স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছি, ভোটার উপস্থিতি নেই। বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনেও আমরা এর প্রতিফলন দেখেছি। গণতন্ত্রের প্রথম যে স্তম্ভ, সেটিকেই সরকার অবৈধভাবে নিজেদের মতো করে পরিচালনা করে অবৈধভাবেই ক্ষমতায় বসে রয়েছে।’

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিবে কিনা তা দলগতভাবে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এ ইস্যুটি একটি কুরুচিকর ও অরাজনৈতিক। তিনি (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং শাহাদাত বরণের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানেই পোস্টমর্টেম করে তাঁকে দাফন করা হয়েছে। এটি নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এ বিষয়টি ধ্রুবতারার মতো সত্য।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই শহীদ জিয়ার কবর নিয়ে ইস্যু তৈরি করছে সরকার। এই সরকার করোনায় ব্যর্থ, ডেঙ্গুতে ব্যর্থ, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। মানুষের আসল সমস্যা নিয়ে মনোযোগ না দিয়ে ভিন্ন পথে চিন্তাভাবনাকে পরিচালনা করছে তারা।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর