শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

সিলেটে হরতালে হেফাজত কর্মীদের কড়া পিকেটিং, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২১ ১১:১৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সারাদেশের মতো সিলেটেও হেফাজতে ইসলামের হরতাল পালিত হচ্ছে। আজ রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে সিলেট নগরীর রাস্তায় লাঠিসোটা হাতে পিকেটিং করতে নেমে যান হেফাজতের নেতাকর্মীরা। পিকেটিংয়ের কারণে বন্ধ রয়েছে যান চলাচল।

নগরীর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন হরতাল সমর্থকরা। তারা সড়কে চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন। যেসব যানবাহন চলাচল করছে তাদের আটকিয়ে চাকার বাতাস ছেড়ে দিচ্ছে পিকেটাররা। নগরীর বেশকিছু পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করছেন হেফাজতের নেতাকর্মীরা।

হরতালের কারণে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সিলেটের অভ্যন্তরীণ সড়কগুলোতেও যাত্রীবাহী কোনো যানবাহন চলাচল করছে না। বাস টার্মিনালে গাড়ির কাউন্টারে কোনো যাত্রীদের ভিড়ও দেখা যায়নি।

সিলেট নগরীর প্রাণ কেন্দ্র কোর্ট পয়েন্ট, তালতলা, জিন্দাবাজার, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, দক্ষিণ সুরমার কদমতলী, মদিনা মার্কেট মেজরটিলা, টিলাগড় পয়েন্টে অবস্থান করছে হেফাজতের নেতাকর্মীরা। মোটরসাইকেলে লাঠিসোটা হাতে নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছেন তারা।

হরতালে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া নগরীতে নির্বাহী মাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর