রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ ৭ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২৩ ১:০১ : অপরাহ্ণ
দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী থানার এসআই মো. রশিদ জানান, মারা যাওয়া সবাই অটোরিকশার যাত্রী। মৃতদের মধ্যে তিনজন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে।

তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, বাসটি শহরমুখী ছিল। আর অটোরিকশাটি শহর থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছিলো। যাত্রীবাহী বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মন্তব্য করুন


আরও খবর