বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ মে, ২০২৩ ৮:০২ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ শনিবার সকাল ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর দুটি বন্ধ থাকবে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই অবস্থায় শাহ আমানত বিমান বন্দর থেকে কোনো ধরনের ফ্লাইট উঠানামা করবে না। চট্টগ্রাম থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট আজ শনিবার উড়বে না। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই নির্দেশ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।

মন্তব্য করুন


আরও খবর