বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

ঘূর্ণিঝড়ের কারণে ৫ বোর্ডে রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ মে, ২০২৩ ১০:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডে আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ৫ শিক্ষা বোর্ড হচ্ছে-চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড।

আজ শুক্রবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই দিন অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবোর্ড জানায়, যে ৫ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে তা পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ধেয়ে আসছে মোখা, তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত

শিক্ষাবোর্ড জানায়, আগামী রোববার সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা আছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাত এবার কক্সবাজারসহ চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে পড়ার সম্ভাবনা বেশি। পরিস্থিতি অনুযায়ী কিছু পরীক্ষাকেন্দ্র আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এসব কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড়ের নাম কেন ‘মোখা’

‘মোখা দেখতে’ কক্সবাজার সৈকতে হাজার হাজার মানুষ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর