শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ময়মনসিংহে শেখ হাসিনার জনসভা আজ


রাজনীতি সংবাদ প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৩ ১০:৩২ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দীর্ঘ পাঁচ বছর পর আজ শনিবার ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। সেইসঙ্গে ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৩০টি প্রকল্পের।

ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্নভাবে পুরো শহর সাজানো হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ‘এই সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে। সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’

যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন: উদ্বোধনের অপেক্ষায় থাকা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জায়গায় ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ময়মনসিংহ সদরের চরসিরতায় ৫০ শয্যার ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশালে এক হাজার আসনের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ময়মনসিংহ জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, হালুয়াঘাটে গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ উদ্বোধন। এ ছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ম শেখ হাসিনা হল, শেখ রেহানা হল, রোজী জামাল হল ও সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যার পাঁচতলা ছাত্র হোস্টেল নির্মাণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর