মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশের ডাক বিএনপির

সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণকে বোকা বানানো যাবে না, সরকারকে ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৩ ১:৩৮ : অপরাহ্ণ
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপির দেশব্যাপী গড়ে উঠা আন্দোলনের মুহূর্তে সরকার নতুন করে সাম্প্রদায়িক চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণকে বোকা বানানো যাবে না।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

১০ দফা দাবিতে আন্দোলন শুরু করার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির দেশব্যাপী গড়ে উঠা আন্দোলনের মুহূর্তে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনার অজুহাতে বিএনপির ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণকে বোকা বানানো যাবে না। মানুষের ধৈর্যের সীমা আছে। দীর্ঘদিন মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি। দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই আন্দোলনের উত্তাল তরঙ্গের মতো ভাসিয়ে যাবে এই সরকার। তখন তারা আর পালানোর পথ পাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রীরা বলছেন, বিএনপি নির্বাচন করবে। আমি বলতে চাই-বিএনপি এই সরকার, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন শুরু করেছি। ১০ দফা দিয়েছি। সংসদ বাতিল করে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। তারাই নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দেবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে পার্লামেন্ট গঠন করবে। তাদের সরকার প্রতিষ্ঠা করবে।’

’৯৬ সালে জামায়াত-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেই সময় আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিলো। আজকে অগ্নিসন্ত্রাসের কথা বলেন। ১৭৩ দিন অগ্নিসন্ত্রাস করেছেন। গানপাউডার দিয়ে বাসে মানুষ হত্যায় মেতে ওঠেছেন। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন।’

ভারতীয় শিল্পগোষ্ঠি আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘তারা ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

মানববন্ধন থেকে ‘সর্বগ্রাসী দুর্নৗতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে’ আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

মাববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম মজনু প্রমুখ।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে আজ সারা দেশে মহানগর ও জেলা শহরে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর