বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: এবার সরে দাঁড়ালেন মৃধা, ফাঁকা মাঠে সাত্তার


রাজনীতি সংবাদ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০২৩ ৬:০৯ : অপরাহ্ণ
আব্দুস সাত্তার ভূঁইয়া ও জিয়াউল হক মৃধা
Rajnitisangbad Facebook Page

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন থেকে এবার সরে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা।

আজ বুধবার সরে দাঁড়ানোর কারণ জানিয়ে একটি বিবৃতিও দেন তিনি। এ নিয়ে মোট চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

জিয়াউল হক মৃধার বিবৃতিতে বলা হয়, ভোটারদের কাছে তিনি যে উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন, তা নির্বাচনে বিজয়ী হলেও স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না। এজন্য নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

এর আগে গত ১৪ জানুয়ারি তিন আওয়ামী লীগ নেতা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এবং আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটাররা বলছেন, চার ‘হেভিওয়েট প্রার্থীর’ সরে দাঁড়ানোর ফলে নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূঁইয়ার জয়ের পথ সুগম হয়েছে।

ভোটারদের প্রশ্ন, সাত্তারকে জেতাতেই কি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন?

সাত্তার ছাড়া আরও তিনজন প্রার্থী আছেন ভোটের মাঠে। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল এবং স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

ভোটারদের অনেকে বলছেন, সাত্তার ছাড়া বাকি তিন প্রার্থীর ভোটের মাঠে কোনো অবস্থান নেই। ফলে এখন ভোটের মাঠ একেবারেই ফাঁকা। শেষ পর্যন্ত সাত্তার ওয়াক ওভারও পেতে পারেন।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সাত্তারকে বিজয়ী করতেই কি সরে দাঁড়ালেন আ.লীগের ৩ প্রার্থী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর