বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আ.লীগের পছন্দ না হলেও বাংলাদেশ নিয়ে বিদেশিরা কথা বলবে: আমীর খসরু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৩ ১০:৩৩ : অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেসব দেশে সরকার ফ্যাসিবাদী, সেসব দেশে কথা বলে বিদেশিরা। বাংলাদেশ নিয়ে বিদেশিরা কথা বলছে এবং বলবে। আওয়ামী লীগের পছন্দ হলেও বলবে, না হলেও বলবে।’

আজ মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা বিএনপি আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, ব্যাখা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বিএনপির রূপরেখা সকলের কাছে গ্রহণযোগ্য। এটা পাওয়ার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে। তারা এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারছে না।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পকেটের মানুষ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কেউ নেই। আর এই পকেটের মানুষরা প্রধানমন্ত্রীর অফিস থেকে যা বলে তাই করে। আইনমন্ত্রীর অফিস থেকে যা বলে তাই করে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান সংসদে ৬৫ শতাংশ সদস্য ব্যবসায়ী। এর মধ্যে বেশিরভাগ দুর্নীতিবাজ ও চোর। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক দখল করেছে, অর্থ পাচার করেছে, শেয়ারবাজার দখল করেছে। এসবের জন্য বর্তমানে অর্থনীতির দুরাবস্থা।’

আমীর খসরু বলেন, ‘গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপের কারণে সাংবাদিকরা বিএনপির খবর দেখাতে পারে না। লাইভ করতে পারে না।’

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপ-প্রতিমন্ত্রী সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর