শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায় এবার জাতিসংঘ প্রতিনিধি দল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৩ ১০:০৩ : অপরাহ্ণ
নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের স্বজনদের সঙ্গে কথা বলে জাতিসংঘের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে এবার সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহীনবাগে সাজেদুলের বাসায় যায় প্রতিনিধিদল।

জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন এ প্রতিনিধিদলে ছিলেন। তারা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগে গত ১৪ই ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান। ওই দিন সাজেদুল ইসলামের শাহীনবাগের বাসা থেকে বের হওয়ার পর একদল লোক মার্কিন দূতের পথ আটকে তাকে স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মার্কিন দূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না এসব বিষয়ে খোঁজ নিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল।

তিনি বলেন, জাতিসংঘ সব সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার থাকে। এ ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার কী অবস্থায় আছে, প্রতিনিধিদলের সদস্যরা সে খোঁজও নিয়েছেন।

ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন।

সুমনের পরিবারের দাবি করেছিল, ২০১৪ সালের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছেন।

নিখোঁজ বিএনপি নেতা সুমনের বোন সানজিদা গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী।

সানজিদা অভিযোগ করেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যখন কেউ কথা বলতে চান, সরকারের পক্ষ থেকে উল্টো তথ্য দেওয়া হয়। তাদের কোণঠাসা করা হয়।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ মার্কিন রাষ্ট্রদূতের

তিনি বলেন, পিটার হাস বাসায় আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বেশি চাপ এসেছে আমাদের ওপর। একবার তো বাসায় পুলিশও এসেছিল। এ অবস্থা থেকে কীভাবে কাজ করা যায়, করণীয় কী হতে পারে-এসব বিষয় নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর