শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

ফরিদপুর-২ উপনির্বাচন: আ.লীগ প্রার্থী লাবু বিজয়ী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২২ ১০:২৮ : অপরাহ্ণ
শাহদাব আকবর চৌধুরী লাবু
Rajnitisangbad Facebook Page

ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু। তিনি জাতীয় সংসদের সাবেক উপনেতা সদ্যপ্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

শনিবার এ সংসদীয় আসনের ১২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়। নির্বাচনের পর ফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২জন। এর মধ্যে ভোট দিয়েছে ৮৩ হাজার ৬৯০ জন। ভোট পড়ার হার ২৬ দশমিক ২৭ শতাংশ।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধরীর মৃত্যু হয়। গত ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করেন। গত ২৫ সেপ্টেম্বর এ আসনে নির্বচানের তফশিল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর