শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

গাড়িবহরে হামলার পর ইশরাকসহ ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২২ ১২:২১ : পূর্বাহ্ণ
ইশরাক হোসেন
Rajnitisangbad Facebook Page

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী থানায় মামলা হয়েছে। এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়ে‌ছে।

মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার সকালে বরিশাল বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা হয়।

এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।

আরও পড়ুন: বরিশালে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা

কিন্তু ইশরাক হোসেনের বিরুদ্ধে যুবলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও যুবলীগ নেতা-কর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ৭০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, বরিশালে গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেয়া ইশরাক হোসেনের গাড়ি বহরে সকালে মাহিলারায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের আটটি গাড়ি ভাঙচুর করেছে। ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে যুবলীগ নেতা সোহেল রাঢ়ী সাজানো ঘটনায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর