শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

খুলনায় ভোর থেকেই গণসমাবেশ মঞ্চের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়


প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২২ ১০:১৮ : পূর্বাহ্ণ
খুলনায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ ভোর হতেই মঞ্চের সামনে হাজারো নেতা-কর্মীর ভিড়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ আজ। নগরীর সোনালী ব্যাংক চত্বরে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে ভোর হতেই মঞ্চের সামনে হাজারো নেতা-কর্মীর ভিড় লক্ষ্য করা গেছে।

গতকাল শুক্রবার রাতে বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী খুলনায় এসেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে।

বিএনপি নেতাদের অভিযোগ, শুক্রবার রাতভর বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতা-কর্মীকে।

সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন ও লঞ্চ বন্ধ করে দেওয়ায় বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি, মোটরসাইকেলে করে বিভিন্নভাবে খুলনা শহরে আসছেন নেতা-কর্মীরা। অনেকে হেঁটে হেঁটেও আসছেন।

এদিকে সমাবেশ সামনে রেখে বাস ও লঞ্চ বন্ধের পর আজ শনিবার ভোর থেকে বন্ধ করা হয় সিএনজি, ফেরি ও ট্রলার।

নগরীর রূপসা ঘাট, জেলখানা ঘাট, কালীবাড়ি ঘাট, কাস্টম ঘাটসহ রূপসা-ভৈরব নদীর সবগুলো ঘাটে বন্ধ করে দেয়া হয় ট্রলারে লোক পারাপার।

আরও পড়ুন: সরকার ভয় পাচ্ছে যদি জনগণ জেগে উঠে তাহলে উত্তাল সৃষ্টি হবে: ফখরুল

এর ফলে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নগরীতে ছোটখাট যানবাহনও চলছে কম।

গতকাল শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলনে বলেছেন, সমাবেশকে বানচাল করতে বিভাগজুড়ে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চঘাট, ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সারারাত অভিযান চালিয়ে ৬০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এরপরও শতবাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর