শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন তারেক রহমান দেশে আসবে: শামীম ওসমান


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ অক্টোবর, ২০২২ ৮:৫৮ : অপরাহ্ণ
শামীম ওসমান
Rajnitisangbad Facebook Page

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংস্য সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মির্জা ফখরুলরা বলছেন, ১০ তারিখে খালেদা জিয়া, ১১ তারিখে তারেক রহমান আসবে। ঘোড়ার ডিম আসবে, ঘোড়ার ডিম। ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন তারা আসবেন।’

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি মন্তব্য করেন।

২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘কিছুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কথা শুনলে নাকি ঘোড়াও হাসে। ঠিক আছে বলছেন। আপনি তো ঘোড়ার হাসি দেখছেন। ঘোড়া হাসে এটা সত্য। ঘোড়ার একটা হাসি আছে। আসলে পশু পশুকে চেনে। ঘোড়া তো ডিম পাড়ে না। ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন আপনাদের স্বপ্ন পূরণ হবে। সেদিন খালেদা জিয়া, তারেক রহমান আসবে। আর আমরা নারায়ণগঞ্জবাসী প্রস্তুত আছি।’

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা একটা জায়গায় চলে গিয়েছিলাম। একটি ধাক্কা আসছে। এজন্য উনি (প্রধানমন্ত্রী) বারবার বলছেন, সাবধান থাকেন, দুর্ভিক্ষ। এটা নিয়েও কটাক্ষ করা হয়। শেখ হাসিনাকে জাতিকে মেসেজ দেন। বিশ্বে আজ হাহাকার। এজন্য তিনি বাঙালি জাতির অভিভাবক হিসেবে সতর্ক করছেন।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর