শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগ আঙুল চুষবে, এটা মনে করবেন না, ফখরুলকে কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ সেপ্টেম্বর, ২০২২ ১১:০১ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙুল চুষবে, এটা মনে করবেন না।’

আজ মঙ্গলবার রাজধানীর লালবাগে ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলন চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কেন্দ্রীয় ও নগর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি অনুকূলে আসে।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা বলেছেন, তারা এখন থেকে রাজপথ দখল করবেন। রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয়। রাজপথ জনগণের। রাজপথ এই নগরীর। রাজপথ ঢাকাবাসীর। এটা বিএনপির পৈতৃক সম্পত্তি নয়।’ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন হবে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা সংযমী হয়ে, সতর্ক অবস্থানে মাঠে অবস্থান নেবেন। মাঠ ছাড়ব না, অবস্থান নিতে হবে।’

বিএনপি নেতাদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাজপথে আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে আসুন। মোকাবিলা হবে রাজপথে। রাজপথে খেলা হবে। লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। ২২ দলীয় জোট গতবারও ছিল। সেই ২২ দলের অবস্থা জগা-খিচুড়ি, ছত্রভঙ্গ অবস্থা। এবারও ২২ দলীয় জোটের অবস্থান আষাঢ়ের তর্জন-গর্জন।’

দলের নেতা-কর্মীদের সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারাও বাড়াবাড়ি করবেন না। নির্বাচনের ১৪ মাস বাকি। আপনারা এখন স্লোগান, পালটা স্লোগান শুরু করেছেন। শোডাউন দিয়ে কেউ এমপি হতে পারবেন না। কেউ নেতা হতে পারবেন না। শেখ হাসিনার কাছে সবার হিসাব-নিকাশ জমা আছে। ওই এলাকার জনগণের কাছে যে জনপ্রিয়, সেই হবে আওয়ামী লীগের প্রার্থী। পাল্টাপাল্টি করে কেউ কাউকে ঠেকাবেন, এটা হবে না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর