শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নারায়ণগঞ্জে নিহত যুবদলকর্মী ছিলেন মিছিলের সামনের সারিতে


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২২ ৬:২১ : অপরাহ্ণ
নারায়ণগঞ্জে বিএনপির মিছিলের সামনের সারিতে ছিলেন নিহত যুবদল কর্মী শাওন প্রধান (লাল বৃত্ত চিহ্নিত)। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পুলিশ ও বিএনপির সংঘর্ষে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধান (২০) ফতুল্লার এনায়েতনগর এলাকায় একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গিয়েছিলেন তিনি। মিছিলের সামনের সারিতেই তিনি ছিলেন।

সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর পর আজ দুপুর থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেখানে দেখা যায়, ডোরাকাটা সাদা রঙের টি-শার্ট ও কালো জিনস পরিহিত শাওন মিছিলের সামনের সারিতে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবদল নেতা বলেন, ডিআইটি আলী আহাম্মদ চুনকানগর মিলনায়তনের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ২ নম্বর রেলগেটের দিকে যাচ্ছিলাম। এ সময় সংঘর্ষ শুরু হলে আমরা গুলশান সিনেমা হলের সামনে অবস্থান নেই। সেখানেই একটি গুলি এসে শাওনের বুকের বাঁ পাশে লাগে।

শাওন মাটিতে লুটিয়ে পড়লে অন্য নেতা-কর্মীরা পালিয়ে যান। পরে তাকে আমরা হাসপাতালে নিয়ে আসি।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে একটি গুলির চিহ্ন আছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, যুবদলকর্মী নিহত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর