সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চাকরি

অভিজ্ঞতা ছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ২৮০০০


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২২ ৬:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ব্রাঞ্চে জনবল নিয়োগ দেবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ)।

পদের সংখ্যা: নির্ধারিত না।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪ পয়েন্টে স্কেলে কমপক্ষে ২.৭৫ পয়েন্ট থাকতে হবে। সিজিপিএ ৫ পয়েন্ট স্কেলে কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ কমপক্ষে ৩.৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

বয়সসীমা: ৩০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম

বেতন ও সুযোগ সুবিধা: ট্রেইনি অফিসার (ক্যাশ ) মাসিক বেতন ২৮০০০ টাকা। সফলভাবে প্রবেশ সময় শেষে অফিসার (ক্যাশ) হিসেবে নিয়োগ পাবেন। তখন ব্যাংকের নীতিমালা অনুসারে বেতন পাবেন ৩৯০০০ টাকা। সঙ্গে রুলস অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা থাকছে।

নির্বাচন প্রক্রিয়া: নিয়োগসংক্রান্ত বিষয়ে নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র মেধার ভিত্তিতে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর দুইটি ভাইভার মুখোমুখি হতে হবে। যারা উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন, কেবল তারাই চূড়ান্ত নিয়োগ পাবেন।

আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর