বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম সিটির বাসভাড়ার তালিকা প্রকাশ


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২২ ৮:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর চটগ্রাম মেট্রো এলাকায় বাসভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ সোমবার বিআরটিএর ওয়েবসাইটে নতুন এ ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।

এর আগে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের ভাড়ার তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

এতে আরও বলা হয়, ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য/প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে, তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে, সেক্ষেত্রে বিআরটিএর আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম মেট্রো এলাকার বাসের নতুন ভাড়ার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রো এলাকার মিনিবাসের নতুন ভাড়ার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর