শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

শোকের মাসে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করছে চট্টগ্রাম ক্লাব


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২২ ১১:০৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের ক্লাব ‘দি চিটাগাং ক্লাব লিমিটেড’ (সিসিএল) শোকের মাসে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম ক্লাবের লন ক্যাফে এই সঙ্গীতানুষ্ঠানের আসর বসবে।

‘সিসিএল গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ নামে এই সঙ্গীতানুষ্ঠানে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবজিৎ সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শোকের মাস ও পবিত্র মহরম মাসে চট্টগ্রাম ক্লাবের উদ্যোগে সঙ্গীতানুষ্ঠান আয়োজনের খবরে বিভিন্ন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এমনকি চট্টগ্রাম ক্লাবের অনেক সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন রাজনীতি সংবাদকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চট্টগ্রাম ক্লাবের সদস্যরা সবাই সচেতন মানুষ। এই শোকের মাসে, মহরম মাসে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা মোটেও উচিত হয়নি। তারা আর কিছুদিন ধৈর্য্য ধরতে পারতো।’

চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খান এ সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেবল চট্টগ্রাম ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করবেন। অতিথিদের স্মার্ট ক্যাজুয়াল ড্রেস পড়ে অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে। ইতোমধ্যে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে।

চট্টগ্রাম ক্লাবের ১৩ জন সদস্য ও এসএস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের স্পন্সর করেছেন।

স্পন্সরদের মধ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠও রয়েছেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খানের সঙ্গে সোমবার রাতে ফোনে যোগাযোগ করা হলে তিনি রাজনীতি সংবাদকে বলেন, ‘কী বলবো আপনাকে? শোকের মাসে যে তেলের দাম বেড়েছে…একমাস পর বাড়ালে ভালো হতো না?’

এ কথা বলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

এক মিনিট পর তিনি এ প্রতিবেদককে কল করে বলেন, ‘আমি বিষয়টা আপনাকে একটু ব্যাখ্যা করি। ৯ আগস্ট ঢাকার গুলশান ক্লাবে ভারতের ওই সঙ্গীতশিল্পীর (দেবজিৎ সাহা) অনুষ্ঠান আছে। এই সময়ে ওই শিল্পী যেহেতু ঢাকায় আসছেন তাই আমরা তাকে নিয়ে চট্টগ্রাম ক্লাবে প্রোগ্রাম সেট করি। এখন যেহেতু অনুষ্ঠানটা নিয়ে কথা উঠছে তাহলে আমরা এটা স্থগিত করে দিবো।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর