মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে ১ মাস পর আরও দেহাবশেষ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৪ জুলাই, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পর আরো আরও দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যাওয়া একটি শেডের দেওয়াল অপসারণের সময় দেহাবশেষগুলো উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেওয়াল অপসারণের সময় দেওয়ালের নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাঁড়গোড় দেখতে পান ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, হাসপাতালে শুধু দেহের অংশবিশেষ এসেছে। এগুলো পুড়ে যাওয়া মরদেহের কয়েকটি টুকরো। এখানে ঠিক কতজনের দেহাবশেষ রয়েছে তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাবে না। দেহাবশেষগুলো আগের মরদেহগুলোর সঙ্গে হিমাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে ১৩ জুন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানির কথা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী। সবশেষ সোমবার বিকালে এই দেহাবশেষ উদ্ধার হলো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর