শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

আইপিএস বন্ধ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২০ জুন, ২০২২ ১:১৯ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর কাতলগঞ্জে একটি বাসার নিচতলার হাঁটুপানিতে আইপিএস বন্ধ করতে গিয়ে দুজন প্রাণ হারান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বৃষ্টির পানিতে ভবনের নিচতলায় জমেছে হাঁটু পরিমাণ পানি। সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। বাসার কেয়ারটেকার পানিতে থাকা আইপিএস বন্ধ করতে গেলেই আটকে যান বিদ্যুতের জালে। তাকে বাঁচাতে গিয়ে দৌড়ে আসেন বাসার মালিকের গাড়ির ড্রাইভার। তাকেও পড়তে হয় বিদ্যুতের ফাঁদে।

এদের প্রথমজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দ্বিতীয়জন হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জের আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচ তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হলেন-বাড়ির কেয়ার টেকার আবু তাহের (৬৫) এবং গাড়িচালক মো. আবুল হোসেন।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, ‘গত দুদিনের বৃষ্টিতে তিনতলা ওই ভবনের নিচতলায় পানি জমে গেছিল। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। কেয়ারটেকার আবু তাহের পানিতে থাকা আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান।’

তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘আজ সকালে কাতালগঞ্জে বাসার নিচে জলাবদ্ধতার কারণে আইপিএসে বিদ্যুতায়িত হয়ে বাড়ির কেয়ারটেকার ও ড্রাইভারের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালে রাখা আছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর