শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৪ জুন, ২০২২ ৩:২১ : অপরাহ্ণ
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে এ মামলা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম।

বিচারক জহিরুল কবীর অভিযোগ শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী।

মামলার বাদী আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘‘গত ১ জুন ঢাকায় ছাত্র যুব অধিকার পরিষদের এক অনুষ্ঠানে নূরুল হক নূর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। এ ছাড়া নূর ছাত্রলীগকে নিয়েও ‘খারাপ কথা’ বলেন। আমার সংগঠন ও আমার নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য করায় আমি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করেছি।’’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর