শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

আবার হু হু করে বাড়ছে করোনা রোগী, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬২


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ জুন, ২০২২ ৪:৪৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬২ জন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয় ১২৮ জনের।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণের অকুতোভয় বীর হানিফ সওদাগর

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বাংলাদেশি যুবককে ভারতে ‘পিটিয়ে হত্যা’, ৩ দিন পর লাশ ফেরত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর