বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

মিরসরাইয়ে ডাকাতির গুজব ছড়িয়ে র‌্যাবের ওপর হামলা, আহত ৩


প্রতিনিধি, মিরসরাই প্রকাশের সময় :২৫ মে, ২০২২ ১১:০১ : অপরাহ্ণ
বুধবার রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাব সদস্যদের বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির গুজব ছড়িয়ে র‌্যাবের একটি দলের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় বারৈয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আহত তিন র‌্যাব সদস্য হলেন-কাউসার, মোকলেস ও পারভেজ।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ফেনী ক্যাম্পের এএসপি লাবীব আবদুল্লাহ জানিয়েছেন, হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

র‌্যাবের দাবি, তাদের একটি টিম বারৈয়ারহাটে অভিযানে যায়। এ সময় ডাকাত বলে গুজব ছড়িয়ে তাদের বহনকারী গাড়িটি আটকায় স্থানীয় লোকজন। তারা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনীতে পাঠায়।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, দুই মোটরসাইকেল আরোহীকে ধরতে ধাওয়া করে বারৈয়ারহাটের দিকে যাচ্ছিল র‌্যাবের দলটি। মূলত ওই দুজনই দ্রুত বারৈয়ারহাট পৌঁছে ডাকাত বলে গুজব ছড়ায়। এরপর উত্তেজিত লোকজন ব্যারিকেড দিয়ে র‌্যাব সদস্যদের আটকায়। তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেট কারটিও ভাঙচুর করা হয়। তবে মোটরসাইকেল আরোহী দুই যুবকের পরিচয় মেলেনি।

ঘটনার পর থেকে পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনাটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার কথা জানান র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর