শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ মে, ২০২২ ১১:৩৯ : অপরাহ্ণ
ঢাকার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীর দেহ তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি স্বর্ণসহ বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

আজ বুধবার রাত ৮ টার দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল ওই বিমানকর্মীকে আটক করেন।

আটক মো. আব্দুল আজিজ আকন্দ বিমানের ক্যাটারিং সার্ভিসে কাজ করেন।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো সানোয়ারুল কবির জানান, আব্দুল আজিজ আকন্দের শার্ট, প্যান্টসহ শরীরের বিভিন্ন জায়গা তল্লাশি করে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ৪টি সোনার বারের বান্ডেল উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি। উদ্ধার হওয়া এই স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

তিনি আরও জানান, দেশে আসা এই সোনা দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে বাংলাদেশে আসে। এরপর আব্দুল আজিজের মাধ্যমে এই সোনা পাচার হওয়ার কথা ছিলো। আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর