বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চোর বললে ভুল বলা হবে, এটা ডাকাতের সরকার: মির্জা ফখরুল


প্রতিনিধি, ঠাকুরগাঁও প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২২ ৫:০৯ : অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সরকারকে ডাকাতের সরকার আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারকে চোর বললে ভুল বলা হবে, এটা ডাকাতের সরকার।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, টিসিবির ন্যায্য মূল্যে চাল-ডাল কিনতে ১ কোটি কার্ড দিয়েছে। কালকেই পত্রিকায় এসেছে, এখানে আওয়ামী লীগের সভানেত্রীকে কার্ড দেওয়া হয়েছে। পাশেই দিনমজুর ভাই, ছাপড়ার মধ্যে বাস করে সে কোনো কার্ড পায় না। কার্ড যারা পায় তাদের কাছ থেকে টাকা নেয়। ১০ টাকা কেজি চাল কেনার কিছু কার্ড দিয়েছে, উল্টা আওয়ামী লীগের লোকজনকে টাকা দিতে হয়। যেদিকে তাকাবেন দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি ছাড়া আর কিছু নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা চিন্তাও করতে পারি না, একটা সভ্য দেশে এভাবে চুরি-ডাকাতি হতে পারে। আজকের কথা না, ১৯৭২ সালে যখন ক্ষমতায় এসেছিল তখনো তারা এই কাজগুলো করেছিল। এমন করেছিল যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলতে বাধ্য হয়েছিলেন, আমি যেদিকে তাকাই দেখি শুধু চোরের দল। তার কম্বলটা পর্যন্ত লুট হয়ে গিয়েছিল। বলছেন, এতো কম্বল আসলো বিদেশ থেকে, সব মানুষের জন্য একটা করে, আমার কম্বলটা গেলো কোথায়? শেখ মুজিবুর রহমান সাহেব নিজে বলেছেন, আমি তো বলছি না! এই হচ্ছে আওয়ামী লীগ। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখনই বলেছিলেন, এই দলটার নাম এখন পরিবর্তন করে ফেলা উচিত, এটার নাম দেওয়া উচিত নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। যেদিকে তাকাবেন শুধু লুটপাট।’

মির্জা ফখরুল বলেন, ‘এই দেশে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগ ৭৩ সালে একটা নির্বাচন করেছিল। ওই নির্বাচনে একই অবস্থা ছিল। বিরোধী দল যারা ভোট করেছিল তারা কেন্দ্রেই যেতে পারেনি। ভোটাররা যেতে পারেনি। ওই সময় যখন প্রবল জনপ্রিয়তা, শক্তি সব কিছু আওয়ামী লীগের, সেই সময় রাশেদ খান মেনন, কুমিল্লার ইঞ্জিনিয়ার রশীদসহ ওই এলাকাগুলো থেকে হেলিকপ্টারে করে ভোট বাক্স নিয়ে এসে সিল মেরে তারা তাদের প্রার্থীদের নির্বাচিত করেছিল। এটা তাদের পুরনো অভ্যাস, ক্ষমতায় থাকলে সেই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করে তারা।’

আরও পড়ুন: বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, ভিক্ষা দেয়: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে যেতে চায় বিএনপি তবে নিরেপক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। শুধু তাই নয় নির্বাচন কমিশনকেও বদলাতে হবে। কারণ ন্যাড়া একবারই বেলতলায় যায়। আওয়ামী লীগের পাতানো ফাঁদে আর বিএনপি পা দেবে না।’

ঠাকুরগাঁও আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আজ দেখে যান আওয়ামী লীগের ভাইরা, এতটুকু দমাতে পারেননি কাউকে। সবাই নিজের পায়ের ওপর দাঁড়িয়ে এখানে উপস্থিত হয়েছে। পরোয়া করি না, কত মামলা দেবেন দেন। আমরা আছি, আমরা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরিয়েই ঘরে ফিরবো। আমরা ওইভাবে নিজেদের তৈরি করেছি। আমরা কখনো দমে যাইনি। আমরা ৯১ সালের আগে থেকে এখানে লড়াই শুরু করেছি। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করার জন্য।’

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপত্বিতে সম্মেলনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর