শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

ইভিএম কারসাজিতে হারানো হয়েছে: তৈমুর


প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২২ ১০:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারসাজিতে হেরেছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

‘খেলা হয়েছে সরকার বনাম তৈমূর আলম’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরাজয়কে আমি পরাজয় মনে করি না। কেন্দ্রে ভোটারদের স্বত্বস্ফূর্ত উপস্থিতি থাকলেও তারা ভোট দিতে পারে নাই। ভেতরেও ইভিএমে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। নইলে ভোটের এতো ব্যবধান হতে পারে না।’

আজ রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

আরও পড়ুন: হ্যাট্রিক বিজয়ে আবারও নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী

নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

মোট ১৯২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

অর্থাৎ ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।

তৈমুর আলম বলেন, ‘আমি আগেই বলেছিলাম; প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশন (ইসি) আমার জন্য ঝুঁকিপূর্ণ। সেটাই প্রমাণিত হয়েছে। এ সিটির নির্বাচনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে তারা। আমি ইভিএমের কারসাজিতে হেরেছি।’

বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সূচনা থেকে আমার লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আমি তিনটি অভিযোগ করি। কিন্তু তা আমলে নেয়নি ইসি।’

আরও পড়ুন: শামীম ওসমানের কেন্দ্রে হেরে গেছেন আইভী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর