শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

হ্যাট্রিক বিজয়ে আবারও নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী


প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২২ ৭:৪১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তিনবার প্রতিদ্বন্দ্বিকে হারানোর মধ্য দিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

এ নিয়ে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী।

আজ রোববার সন্ধ্যায় নৌকার প্রার্থী আইভীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

১৯২ কেন্দ্রের বেসরকারি ফলে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রাথী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট।

তার প্রতিদ্বন্দ্বি হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।

২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে আইভী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াতকে ৮০ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

এর আগে ২০১১ সালের নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।

আইভীর সমর্থকরা নগরজুড়ে উল্লাস প্রকাশ করছেন। মাইকে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করা মাত্রই তারা উল্লাস করছেন।

‘বনের হাতি, বনে গেছে, আইভী আপা জিতে গেছে’- এমন স্লোগান দিচ্ছেন তারা।

আরও পড়ুন: শামীম ওসমানের কেন্দ্রে হেরে গেছেন আইভী

এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

সকালে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন।

ভোট দিতে এসে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।

এ সময় তিনি তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: শতভাগ নিশ্চিত, নৌকার জয় হবেই হবে: আইভী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর