শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

জয় দিয়ে বছর শুরু করলো বার্সেলোনা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২২ ১০:০৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

২০২১ সালে বড় হতাশার বছর পার করেছে বার্সেলোনা।

হতাশা পেরিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল কাতালান ক্লাবটির।

সে লক্ষ্যের শুরুটা দারুণ করেছে জাভি এরনান্দেসের দল।

রোববার রাতে লা লিগায় মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে নতুন বছর শুরু করতে পেরেছে বার্সেলোনা।

দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লুক ডি ইয়ং।

এ জয় নতুন বছরের শুরুতে বাড়তি আনন্দ দিতেই পারে কাতালানদের।

কারণ করোনার কারণে এখন বার্সেলোনার ১৭ খেলোয়াড়ই মাঠের বাইরে।

তাই এদিন মায়োর্কার বিপক্ষে খেলা বার্সায় বেশিরভাগই ছিল ক্লাবের ‘বি’ দলের খেলোয়াড়।

আর সেই দুর্বল দল নিয়েই প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল ডি ইয়ংয়ের দল।

বল দখলেও একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বার্সা।

ম্যাচ শুরুর দশম মিনিটেই গোল পেতে পারতেন স্প্যানিশ জায়ান্টরা। মায়োর্কার গোলরক্ষক মানোলো রেইনার নৈপুণ্যে রক্ষা হয়।

বার্সার ‘বি’ দলের ১৭ বছর বয়সি ফরোয়ার্ড ইলিয়াসের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন রেইনার।

২৯তম মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা। ফেররান হুতগ্লার পাসে লুক ডি ইয়ংয়ের শট গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে লাগে।

পরের মিনিটে অস্কার মিনগেসার ক্রসে ডি-বক্সে ডি ইয়ংয়ের অসাধারণ ওভারহেড কিকে বল ক্রসবারে লেগে ফেরে।

এভাবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়ার পর অবশেষে স্কোর বোর্ডে নাম লেখাতে সক্ষম হন ডি ইয়ং।

বিরতির ঠিক আগে মিনগেসার ক্রসে দূরের পোস্টে লাফিয়ে দুর্দান্ত এক হেডে গোলটি করেন তিনি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

আরও পড়ুন: মেসি করোনায় আক্রান্ত

দ্বিতীয়ার্ধে তেমন সুযোগ করতে পারেনি বার্সেলোনা। তবে ৫২তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন বার্সেলোনার নিকো গনজালেস।

ডি-বক্সের বাইরে থেকে ১৯ বছর বয়সি এই স্প্যানিশ মিডফিল্ডারের শট লক্ষ্যে থাকেনি।

দ্বিতীয়ার্ধে বার্সার রক্ষণে চাপ বাড়ান স্বাগতিকরা। ৮৪তম মিনিটে জর্দি এমবুলার জোরালো হেড পোস্টের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

যোগ করা সময়ে ইয়াওমে কস্তার ভলির দারুণভাবে ফেরান বার্সার প্রহরী মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

রেফারির শেষ বাঁশিতে জয় নিয়ে মাঠ ছাড়েন সফরকারীরা।

এ ফলের পর ১৯ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে বার্সেলোনা।

আরেক ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-০ গোলে জেতা অ্যাথলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হারা রিয়াল বেটিস ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।

গেটাফের বিপক্ষে ১-০ গোলে হারা রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর