বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা খেলা

লিটন-মুমিনুলের সেঞ্চুরির আক্ষেপের পরও চালকের আসনে বাংলাদেশ


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২২ ১১:৪৩ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আশা জাগিয়ে পারলেন না লিটন-মুমিনুল। এদের মনের ইচ্ছা অপূর্ণই রেখে দিলেন ট্রেন্ট বোল্ট।

মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর মতো সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাস।

দুজনেই সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও তাদের ১৫৮ রানের জুটিতেই নিউজিল্যান্ডের ইনিংস টপকে লিড পেয়ে যায় বাংলাদেশ।

কিউই দুর্গে লিড পেয়ে আরেকটি ঝলমলে দিন পার করলো মুমিনুল হকের দল।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ২য় দিন শেষে ১ম ইনিংসে ১৫৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

স্বাগতিকদের ৩২৮ রানের জবাবে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দিন পার করেছিল সফরকারীরা।

আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছে।

লিড নিয়েছে ৭৩ রানের।

অধিনায়ক মুমিনুল ২৪৪ বল খেলে ৮৮ রানে আউট হয়েছেন।

লিটন দাস ১৭৭ বলে ৮৬ রান করে ফিরেছেন।

আগের দিনে ৭০ রান করে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় আজ ছিলেন একটু আনমনা।

আগের দিনের বিপরীতে খেলে ৮ রানের বেশি যোগ করা হয়নি জয়ের।

৭৮ রান করা জয়কে ফেরান নেইল ওয়াগনার, ক্যাচ ধরেন হেনরি নিকোলস।

১ম সেশনে শ্লথ গতিতে ব্যাট করে বাংলাদেশ দল, হারায় আরও এক উইকেট।

১২ রান করা মুশফিকুর রহিমকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন ট্রেন্ট বোল্ট।

১ম সেশনে আসে ৪৫ রান। মুমিনুল ১৭ ও লিটন ১২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান।

২য় সেশনটা বাংলাদেশের দারুণ কাটে এই দুজনের ব্যাটে চড়ে। এই সেশনে আসে ৮৭ রান, ফিফটি তুলে নেন দুজনই।

তখনও নিউজিল্যান্ডের রানের চেয়ে ২১ রান দূরে ছিল মুমিনুল বাহিনী।

৩য় সেশনের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। পরে ব্যাট করে এশিয়ার বাইরে এই প্রথম কোন দলের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ।

সাবলীল ব্যাট করতে থাকা মুমিনুল হক সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন, তবে তাতে বাধ সাধেন ট্রেন্ট বোল্ট।

লিটন-মুমিনুলের সেঞ্চুরির আক্ষেপের পরও চালকের আসনে বাংলাদেশ

৮৮ রান করা মুশফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বোল্ট। রিভিউ নিয়েও বাচতে পারেননি টাইগার অধিনায়ক।

৯ রান বাদে মুমিনুলের পথ ধরে সাজঘরে ফেরেন লিটন দাসও।

ট্রেন্ট বোল্টকে উইকেট উপহারই দেন ৮৬ রান করা লিটন। অনেক বাইরের বল তাড়া করতে যেয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে।

দিনের বাকি সময়ে অবশ্য আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ।

বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি। দুজনে মিলে বাড়িয়েছেন লিডটাও।

২০ রান করে অপরাজিত আছেন মিরাজ, রাব্বি অপরাজিত ১১ রান করে।

৬ উইকেটে ৪০১ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল।

মুমিনুল বাহিনীর লিডটা বেড়ে এখন ৭৩।

আগামীকাল লিড আরও বাড়িয়ে নিতে চাইবে রাব্বি-মিরাজরা।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):

নিউজিল্যান্ড: ৩২৮/১০ (১০৮.১), ল্যাথাম ১, ইয়াং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, নিকোলস ৭৫, ব্লান্ডেল ১১, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়েগনার ০, বোল্ট ৯*; শরিফুল ২৬-৭-৬৯-৩, এবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২

বাংলাদেশ: ৪০১/৬ (১৫৬), সাদমান ২২, জয় ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, মুশফিক ১২, লিটন ৮৬, রাব্বি ১১*, মিরাজ ২০*; ওয়েগনার ৩০-১১-৬১-৩, ওয়াগনার ৩৮-৯-৯৮-৩

বাংলাদেশ ১ম ইনিংসে ৭৩ রানে এগিয়ে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর