বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: ছাত্রদলের নতুন কমিটি কবে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২২ ১:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার।

১৯৭৯ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন।

দিবসটি উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

রোববার ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্রসমাবেশ করবেন সংগঠনের নেতা-কর্মীরা।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।

আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল।

নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

কিন্তু বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামে সংগঠনটির সে ধরনের ভূমিকা দৃশ্যমান নয়।

১৯৯০ সালের পরবর্তী ছাত্রদল যেন নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে।

অতীতের সেই ছাত্রদলকে এখন খুঁজে পাওয়া যায় না রাজনীতির মাঠে।

তাই, ছাত্রদলের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিলেকশন পদ্ধতি বাদ দিয়ে ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন চালু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ওই বছরের ২১ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

দুবছরের মেয়াদ শেষ হলেও কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।

মেয়াদোত্তীর্ণ কমিটিতেই চলছে ছাত্রদলের কার্যক্রম।

এখন মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে নতুন কমিটির দাবি করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি চেয়ে ভোটের ব্যালটে সিল

ছাত্রদলের বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বা ঢাকার গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কমিটি গঠন করতে পারেননি খোকন-শ্যামল।

উল্টো দেশের বিভিন্ন জেলা ইউনিটের কমিটি করতে গিয়ে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে।

এমনকি সাংগঠনিক ইউনিটের কমিটির গঠনের পর বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে।

আবার কোথাও কোথাও কেন্দ্র থেকে গঠিত সাংগঠনিক কমিটিগুলোর করে দেওয়া কমিটিও পরিবর্তন করা হয়েছে।

নির্বাচিত কমিটি তাদের প্রতি দল ও সংগঠনের নেতা-কর্মীদের যে প্রত্যাশা সেটি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতারা।

ছাত্রদলে আগামীতে শীর্ষ পদপ্রত্যাশী নেতারা বলছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো কমিটি বা সরকার কখনও মেয়াদ শেষ হলে আর ক্ষমতায় থাকতে পারে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতা ধরে রাখছে এবং নতুন কমিটির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ ও ঢাকা মহানগর ইউনিটের কমিটি চলতি জানুয়ারির মধ্যেই একসঙ্গে ঘোষণা করা হবে। আমরা ১ হাজার ৫৪৩ টির মতো উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটের কমিটি করেছি। অন্তত ৪৫ জেলা পদমর্যাদার নতুন কমিটি ও ৩৫ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশের ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ কমিটি গঠনের কাজ শেষ হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর