রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

খালেদা জিয়ার মুক্তি চেয়ে ভোটের ব্যালটে সিল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২১ ১১:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে ব্যালটে সিল মারা হয়েছে।

রোববার বিকেলে হাতে লেখা দুটি ও একটিতে সিল মারা মোট তিনটি ব্যালট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ দিন জেলার কবিরহাট ও সদর উপজেলার মোট ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া তিনটি ব্যালটের মধ্যে হাতে লেখা একটিতে ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, অপরটিতে হাতে লেখাটিতে ছিল ‘বেগম জিয়ার মুক্তি চাই’ এবং সিল মারাটিতে ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই, কবিরহাট উপজেলা ছাত্রদল’।

আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)

জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘একটি দলের নেতা-কর্মীদের আবেগ, ভালোবাসা এবং আন্দোলনের বহিঃপ্রকাশ। শুধু নেতা-কর্মী নয়, এ দেশের আপামর মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়-এটাই তার প্রমাণ।’

আজ সকাল ৮টা থেকে জেলার কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে এবং সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকে শুরু হওয়া এ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। যার মধ্যে নারী ভোটার চোখে পড়ার মতো।

তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়।

কোথাও কোথাও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নৌকার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও করেছে।

আরও পড়ুন: ভোট শুরুর ২ ঘণ্টা আগে মারা গেলেন মেম্বার প্রার্থী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর