বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

শেষ মুহূর্তের গোলে ১০ জনের আর্সেনালকে হারালো ম্যানসিটি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২২ ১০:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে ম্যানচেস্টার সিটির জয়রথ।

নতুন বছরের প্রথম দিনেও জয় তুলে নিয়েছে সিটিজেনরা।

তবে আর্সেনালের বিপক্ষে এ জয় পেতে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যদের।

আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের মুখোমুখি হয় ম্যানসিটি।

এ ম্যাচেই আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের ৩১তম মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গানাররা।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের পরও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

এ কারণে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে উঠে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

ম্যাচের ৫৫তম মিনিটে ডি বক্সে বার্নাদো সিলভার জার্সি ধরে টান দেন শাকা।

এতেই বিপদ নামে আর্সেনাল শিবিরে।

ডি-বক্সে অনৈতিকভাবে টান দেওয়ায় রেফারি ম্যানসিটির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

সুযোগ পেয়ে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি সিটিজেনদের আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহারেজ।

পরের মিনিটেই নিজেদের বিপদ আরও বড় করে তোলে আর্সেনাল।

সিটিজেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল।

এতেই ১০ জনের দলে পরিণত হয় গানাররা।

এরপরেও সিটিকে আটকে রেখেছিল আর্সেনাল।

ম্যাচের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান রদ্রি।

শেষ সময়ের ওই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ে ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যানচেস্টার সিটি।

এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে দুই নম্বরে চেলসি।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল আর ২০ ম্যাচে ৩৫ পয়েন্টে চারে আর্সেনাল।

আরও পড়ুন: পেনাল্টি মিসের মাশুল দিতে হলো লিভারপুলকে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর