শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

পেনাল্টি মিসের মাশুল দিতে হলো লিভারপুলকে


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২১ ১০:২৮ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক একটি ম্যাচ খেললো লিভারপুল।

চার বছর পর কোনো ম্যাচে পেনাল্টি মিস, অসং‍খ‍্য সুযোগেও গোল করতে না পারায় হারের স্বাদ নিতে হয়েছে দলটিকে।

লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

গতকাল মঙ্গলবার রাতে এডমোলা লোকমেনের গোলে ১-০ গোলের জয় পেয়েছে লেস্টার সিটি।

ম্যাচ হারলেও শুরুতে দাপট দেখায় লিভারপুল।

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল লিভারপুল।

তারই ধারাবাহিকতায় পঞ্চদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। তবে পেনাল্টি শটটি কাজে লাগাতে পারেনি।

মোহাম্মদ সালাহর নেওয়া পেনাল্টি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক কাসপার স্মাইকেল।

ফিরতি বলে লিভারপুল ফরোয়ার্ডের হেড ক্রসবারে লেগে ব্যর্থ হয়। ফলে আবারও গোল বঞ্চিত হয় লিভারপুল।

গোল শূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

আরও পড়ুন: বার্সেলোনায় যোগ দিলেন ফেরান তোরেস

বিরতির পর ৫৫তম মিনিটে আবারও এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল লিভারপুল।

বিপজ্জনক জায়গা থেকে শট করেও গোলবারে বল নিতে পারেনি সাদিও মানে। ক্রসবারের উপর দিয়ে চলে যায় বল।

তিন মিনিট পর উল্টো এগিয়ে যায় লেস্টার সিটি।

লিভারপুল একাধিক গোল বঞ্চিত হলেও নিজেদের একমাত্র টার্গেট শটেই লক্ষ্যভেদ করে লেস্টার।

৫৯ মিনিটে এগিয়ে যায় তারা। কাইরনান ডিউসবুরি-হলের স্লাইড থেকে বল পেয়ে মাতিপক ও আলিসনকে পরাস্ত করে বল জালে পাঠান আদেমোলা লুকমান।

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে লিভারপুলের সামনে আরও সুযোগ আসলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।

শেষ দিকে ৮৬তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এ জয়ে নিজেদের ১৮ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৯ নম্বরে উঠে এসেছে লেস্টার সিটি।

অন্যদিকে ১৯ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে লিভাপুল।

আরও পড়ুন: খেলতে খেলতেই মারা গেলেন ফুটবলার!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর