বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নির্বাচন কমিশন গঠন করে কী হবে, প্রশ্ন মির্জা ফখরুলের


প্রতিনিধি, টাঙ্গাইল প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২১ ৮:৪৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘আবার সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করছে। কীসের সংলাপ শুরু করেছেন? নির্বাচন কমিশন গঠন করে কী হবে? যে সরকার আছে সেই সরকারই তো নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় থাকবে, ততক্ষণ নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ হবে না।’

আজ বুধবার টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিস্কার করে বলে দিতে চাই, এই নির্বাচন নির্বাচন খেলা করে কোনো লাভ হবে না, সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। এটা প্রমাণ হয়ে গেছে যে, নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে, তবে নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। কাজেই এই সংলাপ করে কোনো লাভ নেই। আর তাই সরকারকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন কমিশন গঠিত হবে।’

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সমাবেশ বাতিল

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের সবচেয়ে প্রিয় মানুষ। তিনি যদি বেরিয়ে আসেন, তিনি যদি এই দানবীয় সরকারের পতনের ডাক দেন তাহলে হ্যামিলনের বংশীবাদকের মতো লাখ লাখ মানুষ রাজপথে বেরিয়ে এসে এই সরকারের পতন ঘটাবে। এই ভয়ে তারা দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রেখেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে, যেটা কোনো মামলাই নয়, সেই মামলায় বেআইনিভাবে সাজা দিয়ে তাকে ৩ বছর ধরে আটক করে রেখেছে। তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলেছেন বেগম জিয়াকে এখনই বিদেশে পাঠানো দরকার, যদি তার জীবন রক্ষা করতে হয়। কিন্তু তারা শুনছেন না।’

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যে প্রস্তাব দিলো জাসদ

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সারাদেশে গণঅনশন করেছি, সমাবেশ করেছি। একটাই দাবি জানিয়ে আসছি যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার সুযোগ দিন। কিন্তু তারা তা দিচ্ছে না। আমরা বারবার তাদের বলেছি আপনারা মানবিক কারণে বাধা দেবেন না। তাও তারা শুনছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আইন দেখায় আইনমন্ত্রী। গতকালও বলেছে আইনের বাইরে আমরা যেতে পারবো না। অথচ তারা আগের রাতে নির্বাচন করে, বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। গত ১৪ বছর ধরে বেআইনি সব কাজ করে এই দেশকে একটা আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে।’

খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পতন ঘটাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের নামে ‘ছাগল’ খুঁজছে সরকার: মির্জা আব্বাস

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর