রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যে প্রস্তাব দিলো জাসদ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২১ ৬:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি এবং সাংবিধানিক পদে দায়িত্বশীলদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

কমিটিতে কারো নাম প্রস্তাব করেননি তারা। তবে নারী ও শিক্ষক রাখার সুপারিশ করেছে দলটি।

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই প্রস্তাব করেন জাসদ নেতারা।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে অংশ নেন।

বিকেল ৪টা থেকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু হয়।

সংলাপে প্রায় একঘন্টা আলোচনা হয়েছে জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ‘ইসি গঠন নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন বলে আমরা তাকে (রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) সাধুবাদ জানিয়েছি। এ পদ্ধতিটা নির্বাচন কমিশন গঠনের জন্য অংশগ্রহণমূলক হবে এবং এইটা গ্রহণযোগ্য দক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে সাহায্য হবে।’

জাসদ সভাপতি বলেন, ‘আমরা যেটি বলেছি যে, সংবিধানের নির্দেশ অনুযায়ী একটি আইনি কাঠামো না থাকায় তুলনামূলকভাবে একটি অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগটা ভালো।’

আরও পড়ুন: নির্বাচন কমিশনের নামে ‘ছাগল’ খুঁজছে সরকার: মির্জা আব্বাস

হাসানুল হক ইনু বলেন, ‘তিন নম্বর কথা বলেছি, পাঁচ বছর পর পর এ নির্বাচন কমিশন গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়, তা থেকে স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রপতি যেন উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। তারপর আমরা বলেছি সার্চ কমিটি ও অনুসন্ধান কমিটি সাংবিধানিক সংস্থা থেকে হওয়ায় বাঞ্ছনীয়।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘যারা অংশ না নিয়ে সংলাপকে নাটক বলছেন, তারা আসলে রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চাচ্ছে। বিএনপি তো আসলে নির্বাচনটাকেই বানচাল করতে চায়, এজন্য দলটি সংলাপে যেতে চায় না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক, সেহেতু সংবিধানের নির্দেশনা বাস্তবায়নের জন্য উনি একটা ভূমিকা রাখতে পারেন। আইন সংসদই করবে, সরকারই করবে, কিন্তু ওনাকে ভূমিকা রাখতে বলেছি। সরকারকে পরামর্শ দিতে বলেছি, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ বাস্তবায়নে যেন সরকার উদ্যোগ নেয়। রাষ্ট্রপতি এই উদ্যোগ নেওয়ার এখতিয়ার রাখেন। আমরা মনে করি, সব মহলকে বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবিষ্যতের জন্য একটি আইনি কাঠামো তৈরি করে দেবেন।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন এবং রেজাউল করিম তানসেন।

রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর