শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

পাঁচ তারকা হোটেলে খেতে গিয়ে ২০ তলা থেকে হঠাৎ লাফ দিলো যুবক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২১ ২:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু বে ভিউ’র ২০তলা থেকে লাফিয়ে পড়ে আরিফ কবির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের সম্ভান্ত পরিবারের সন্তান। তার বাবার নাম এনামুল কবির।

সে ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজের এ লেভেলের (ইন্টারমিডিয়েট) শিক্ষার্থী ছিলেন।

হোটেল রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে আরিফ কবির নাশতা করার জন্য আসে। নাশতা করা শেষ হলে সে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন।
এরপর সে হেঁটে হেঁটে পাশের রেলিংয়ে যায়। তখন সেখান থেকে লাফ দেয়।

২০ তলা থেকে আরিফ লাফ দিয়ে ৬ তলায় পড়েছিলেন। রাত ১০টার দিকে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ কবিরের মা ঢাকা থেকে ছেলের লাশ নিতে নগরীর কোতোয়ালী থানায় এসেছেন।

তিনি পুলিশকে জানিয়েছেন, আরিফ কবিরের ওসিডি (একধরনের মর্মপীড়াদায়ক চিন্তা) নামে একটি মানসিক রোগ ছিল। যে কারণে সে ২০তলা থেকে লাফ দেন বলে মনে করছেন তার মা।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন রাজনীতি সংবাদকে বলেন, হোটেলটিতে গিয়ে আমরা আরিফ কবিরের সাথে একই টেবিলে নাস্তা করা দুজন বিদেশি নাগরিকের সাথে কথা বলি। তারা বলেছেন, তাকে (আরিফ কবির) আমরা নাস্তা করতে দেখেছি। এরপর সে হেঁটে হেঁটে রেলিংয়ে পাশের চলে যায়। কিছুক্ষণ পর দেখি সে নেই।

ওসি জানান, আরিফ কবিরের মরদেহের প্যান্টের পকেট থেকে কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরিফ কবিরের মা কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানান ওসি।

আরও পড়ুন: বিএমডব্লিউ মাত্র দেড় লাখ টাকা!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর