শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

একদিনে করোনায় দুই নারীর মৃত্যু, শনাক্ত ২১৩


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২১ ৫:০৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। মারা যাওয়াদের সবাই নারী। তারা ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২১৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত হয়ে ৪ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর