শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা রাজধানী

মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ সেপ্টেম্বর, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে।

জানা গেছে, মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, ‘মুফতি কাজী ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমার তাকে আটক করেছি। তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে সোমবার দিবাগত রাত ১টার পর মুফতি ইব্রাহীম তার ফেসবুক পেজে থেকে লাইভে আসেন।

প্রায় ২০ মিনিটের লাইভে তিনি অভিযোগ করেন, মোহম্মদপুর জাকির হোসেন রোডে তার বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি আশপাশের সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে বলেন।

লাইভে মুফতি ইব্রাহীম জানান, দেশের সরকার ও জনগণের কল্যাণে, দেশের স্বাধীনতার জন্য গত দুই জুম্মার নামাজে খুতবা দিয়েছিলেন তিনি। এরপর থেকে হিন্দুস্তানি রাজাকার ও তাদের এজেন্টরা তার পেছনে লেগেছে। মাঝরাতে বাসায় হামলা করেছে।

লাইভে তিনি বঙ্গবন্ধুর ন্যায় স্লোগান দিয়ে বলেন, ‘এবারের সংগ্রাম দেশকে স্বাধীন করার সংগ্রাম, এবারের সংগ্রাম দেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম।’

মুফতি ইব্রাহীম বলেন, ‘দেশের পক্ষে কথা বললেই রাজাকাররা আমাদের ওপর হামলা করে, মামলা দিয়ে হয়রানি করে। দুই সপ্তাহ দেশের পক্ষে কথা বলেছি আর সঙ্গে সঙ্গে ফোন করে তারা বলে হুজুর আপনার নামে মামলা আছে। এরা সকলেই হিন্দুস্তানি দালাল। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’

মুফতি ইব্রাহীমের ফেসবুক লাইভ শেষে রাত দুইটার পর থেকে তার মোবাইল নম্বরও বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে জানা যায়, তিনি ডিবি হেফাজতে আছেন।

আরও পড়ুন: ডিজিটাল আইনে মামলা হচ্ছে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর