বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী


প্রতিনিধি, বরিশাল প্রকাশের সময় :১৮ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই বলে বিএনপিকে বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কালিন সময়ে আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোন লাভ হবে না।’

আজ শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ মরহুম এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সিরিজ মিটিং করছে ৩ দিন ধরে। মিটিংয়ের মধ্যে বক্তারা বলে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।’

বিএনপিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে য়ায়। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না। বাংলাদেশে রাত ১২ টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে আর গরম গরম কথা বলে তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার কখনও হবে না।’

ডিজিটাল বাংলাদেশ ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘আজকে বাংলাদেশ বদলে গেছে। এখন খালি পায়ে, ছেড়া কাপড়ে মানুষ দেখা যায় না। কুড়েঘর খুঁজে পাওয়া যায় না। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা বলেছিল, পদ্মা সেতু হবে না। কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে।’

সভায় আরও বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল। বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মো. কায়সার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর