বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আমলারা দেশকে চরম অবস্থার দিকে নিয়ে গেছে: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ মে, ২০২১ ৪:৫৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা পুরাপুরিভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়।’

আজ বুধবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সংবাদ মাধ্যমে স্বাধীনতা অনুপস্থিত, একেবারেই নেই। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। একজন নারী সাংবাদিককে সরকারি কর্মকর্তারা যেভাবে হেনস্তা ও নির্যাতন করেছে তাতে তাদের বদলি করাটা কোনো সমাধান নয়, তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা ইস্যু করা উচিত ছিল। সেই সঙ্গে তাদেরকে কারাগারে নেয়ার দরকার ছিল। এটা করলে সাংবাদিকরা কিছুটা স্বস্তি ফিরে পেতো।’

বিএনপি মহাসচিব অভিযোগ বলেন, ‘সাংবাদিকরা যাতে সত্য ঘটনা তুলে ধরতে না পারে, চুরি-দুর্নীতির খবর না করতে পারে, সেজন্যই ওই নারী সাংবাদিককে হেনস্থার ঘটনা ঘটানো হয়েছে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর